Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

জনাব সেরিনা খাতুন, প্রশিক্ষক, উপ-পরিচালক এর কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনিবাবগঞ্জ

বাস্তবায়িত কর্মসূচি সমুহঃ

 

ভিজিডি কর্মসূচিঃ ২০১৯-২০২০ ভিজিডি  চক্রের আওতায়  ২০৬৩ জন উপকাভোগী  মাসিক ৩০ কেজি হারে  খাদ্য (চাল) বিতরণ  কর হয়।

দরিদ্র মা জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিঃ দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০১৬ জন  ভাতাভোগীদের মধ্যে মাসিক ৮০০ টাকা হারে  ৩ (তিন) বছর মেয়াদে ভাতা প্রদান করা  হয়।

কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলঃ কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ১৪০০ জন  উপকারভোগীদের মাসিক ৮০০ টাকা হারে   ৩ (তিন) বছর মেয়াদে ভাতা প্রদান করা  হয়।

দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচিঃ  জীবীকাযনের জন্য দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় জেলা কার্যালয়ে ৩ (তিন) মাস মেয়াদে ৫(পাঁচ) টি ট্রেডে ২০ জন করে  বছরে মোট ১০০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

 

সেচ্ছাসেবী মহিলা সমিতিঃ ২০১৯-২০২০ অর্থ বছরে ১০২ টি সেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে  বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ হতে অনুদান বিতরণ করা হয়েছে।

জয়িতা অন্বেষণে বাংলাদেশঃ  ২০১৯ সালে  ৫ টি ক্যাটাগরীতে ২ জন জয়িতা নির্বাচন ও তাঁদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সেলাই মেশিন বিতরণঃ ২০১৯ সালে ১৫ জন দুঃস্থ মহিলার মাঝে ১৫ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

নির্যাতিত নারী  শিশুকে আইনী সহায়তা প্রদানঃ  জেলা/ উপজেলা/ ইউনিয়ন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি মাসিক সভা অনুষ্ঠান সহ নির্যাতিত নারী ও শিশুকে আইনী সহায়তা প্রদান করে।

বাল্য বিবাহ প্রতিরোধঃ  বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, নারী উন্নয়ন ফোরাম, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের সমন্বয়ে  উঠান বৈঠক, আলোচনা সভা, সেমিনার  করা হয়